top of page
Search

নারী

শামীমা আক্তার


নারী মানে মা নারী মানে বোন নারী মানে সহধর্মিণী নারী মানে প্রেমিকা নারী মানে বন্ধু তবু্ও কেন নারী নির্যাতন? নারীর প্রতি সহিংসতা? কেন ইভটিজিং? কেন ধর্ষণ? কেন এসিড নিক্ষেপ? কেন অসম্মান, অবহেলা? কেন লাঞ্ছিত করা? কেন বঞ্চিত করা? কেন নারীর ন্যায্য অধিকার কেড়ে নেওয়া? কেন ধর্ষিতা, বেশ্যা, এসব উপাধি দেওয়া? কেন ধর্ষিতাকেই বরণ করে নিতে হয় সমাজের সব লাঞ্ছনা, গঞ্জনা? কেন ধর্ষকের বিচার হয়না? কেন ধর্ষকরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়? আর ধর্ষিতা আত্মহত্যার পথ বেছে নেয়? কেন জোর করে একটি মেয়েকে পতিতা বানানো হয়? আবার কেন তাকে ঘৃণা করা হয়? যারা পতিতা সৃষ্টি করে, সমাজ কেন তাদেরকে ঘৃণা করেনা? কেন বিধবা, ডিভোর্সি, মেয়েদেরকে পরিবার, সমাজ, বোঝা মনে করে? কেন তাদেরকে চরম অপমান আর পরিহাস করা হয়? নারী তো মা জাতি! তাহলে নারীর প্রতি কেন এত অসম্মান? কেন এত নির্যাতন? কেন এত নিপিড়ন? কেন? কেন? কেন?

 
 
 

Comments


Follow

©2018 by নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ. Proudly created with Wix.com

bottom of page